উপজেলা চট্টগ্রাম মেডিকেল

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব জাহাঙ্গীর

 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব (প্রকল্প বাস্তবায়ন) এস.এম জাহাঙ্গীর হোসাইন। ১ অক্টোবর শুক্রবার তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও জরুরী বিভাগের কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আসিফ খান, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগণ, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়াসহ নার্স-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসলে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।###

Related Posts