চট্টগ্রাম সিটি কর্পোরেশন

৭৮৯ ভোট পেয়ে টিনু কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক

কারাগারে থেকেই চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর (চকবাজার) ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নূর মোস্তফা টিনু।

তিনি মিষ্টি কুমড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৮৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুর রউফ। তিনি ভোট (ব্যাটমিন্ডন র্যা কেড) পেয়েছেন ৭৭৩টি।

উল্লেখ্য, গত ২০ জুন থেকে একটি মামলায় নূর মোস্তফা টিনু কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটদান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।

বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, মহসীন কলেজ, চট্টগ্রাম গভ. হাইস্কুলে সরেজমিন ঘুরে দেখা যায়- পুলিশের কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন ভিড় চোখে পড়েনি।

চকবাজার ওয়ার্ডের সাতবারের নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ১৮ মার্চ মারা যাওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

১৫টি ভোট কেন্দ্রের ৮৬টি ভোটকক্ষে ভোট দেন ভোটাররা। ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে ২১ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান।

Related Posts