চট্টগ্রাম

প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রের পরলোকগমন

 

 

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী নিবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি, বিশিষ্ট ধর্মীয় বক্তা, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা, সাবেক অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র (৭৮) আজ ৯ অক্টোবর ২০২১ ইংরেজি শনিবার সন্ধ্য ৭টা ১৭ মিনিেিট নগরীর পাঁচলাইশ থানাধীন বেসরকারী পিএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন (ওঁ দিব্যান লোকান্ স্ গচ্চতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর এ্যাম্বুলেন্সযোগে কোতোয়ালী থানাধীন মাছুয়া ঝর্ণার বাসায় নিয়ে আসার পর আত্মীয়-স্বজন, ছাত্র ও শুভাকাঙ্খীরা প্রয়াতের মরদেহ এক নজর দেখতে ভীড় জমায়। প্রয়াত প্রফেসার অর্ধেন্দু বিকাশ রুদ্র চট্টগ্রাম সরকারী কলেজ, সরকারী হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সরকারী সিটি কলেজ ও পটিয়া সরকারী কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। সর্বশেষ তিনি ফেনী জেলার সোনাগাজী সরকারী কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন এবং সেখান থেকে অবসর গ্রহণ করেন।
শোক প্রকাশ ঃ অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুন্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট চট্টগ্রাম, সীতাকুন্ড ¯্রাইন কমিটির নেতৃবৃন্দ, শ্রীশ্রী পুন্ডরীক ধাম, ফতেয়াবাদস্থ শ্রীশ্রী লোকনাথ ধামসহ অসংখ্য মঠ-মন্দিও পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। ###

Related Posts