নিজস্ব প্রতিবেদক
দেশখ্যাত অটোমোবাইল কোম্পানি পিএইচপি অটোমোবাইলের তৈরি প্রোটন এক্স—৭০ গাড়ি ক্রয় করতে বুক দিতেই ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি পেলেন আজীজুর রহমান নাবিল নামে গাড়িপ্রেমি এক গ্রাহক। শুধু একদিন বা দুই দিনের জন্য নয় এই গাড়িটা গ্রাহককে দেওয়া হয়েছে ক্রয়কৃত গাড়ি ডেলিভারি পাওয়া পর্যন্ত।
পিএইচপি অটোমোবাইলের অভিনব এই সার্ভিসে আত্মহার সেই গাড়ি প্রেমিক নিজের অনুভুতি জানাতে গিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেন, Php এর সার্ভিস অন্য লেভেলের। আমাদের বুক দেয়া গাড়িটা ডেলিভারি পাবো আগামী মাসের মাঝে। আর অলরেডি আমরা আমাদের আগের গাড়িটা বিক্রিও করে ফেলছি। তাই তাদের official proton preve কার আমাদের ব্যবহার করতে দিলো। আমাদের গাড়ি যতদিন ডেলিভারি পাবো না ততদিন এটা ব্যবহার করবো। আমার জানা নেই, এত চমৎকার সার্ভিস আর কেউ দেয় কিনা। তাই আমি খুবই আশাবাদি Php Proton থেকে খুব ভালো একটা সার্ভিস পাবো।
গাড়িপ্রেমি নাবিল তার ফেসবুক ওয়ালে আরও লিখেন, প্রায় ১ যুগের বেশি সেডান ব্যবহার করলাম। তাই যখনই গাড়ি বদলের পরিকল্পণা এলো suv নিব বলেই সিদ্ধান্ত নিলাম। আর সিদ্ধান্ত নেয়ার পর ই শুরু হয় গাড়ি দেখা। বাজেট ৩০ এর মাঝে থাকায় শুরুতেই চাইনিজ suv গুলো দেখলাম। কিন্তু এখানে আর একটা বিষয়, যেহেতু চট্টগ্রামে থাকি তাই এখানে তাদের কোন শো রুম বা সার্ভিস সেন্টার পাইনি। প্রায় সবই ঢাকা কেন্দ্রিক। সেই সূত্র থেকেই Proton X70 দেখতে গিয়েছিলাম। কারণ এদের চট্টগ্রামে শো রুম, ফ্যাক্টরি, সার্ভিস সেন্টার সবই আছে। যদিও X70 CBU ইউনিট। সরাসরি মালায়শিয়া থেকে আসে।
যা হোক, অন্যান্য চাইনিজ ব্রান্ডের গাড়িগুলোর চেয়ে তখনই এই চাইনিজ—মালায়শিয়ান জয়েন্ট ভেঞ্চারের প্রোটন গাড়ি বেশ সলিড বিল্ড মনে হয় এবং মনে ধরে। আর গাড়িটার ব্যাক অনেকটাই range rover টাইপ তাই আরো বেশি ভালো লাগে।
তিনি আরও লিখেন, এটার প্রাইস রেঞ্জ অন্যান্য চাইনিজ suv এর চেয়ে বেশ কিছুটাই বেশি বলে একটু দ্বিধায় ছিলাম। কারণ ৪০—৪৫ বাজেটে দেশে ভালোই jdmপাওয়া যায়। এই বাজেটে দেখলাম Nissan X-Trail কিন্তু এটায় সানরুফ নেই। সানরুফসহ নিতে প্রায় ৫০ লেগে যাচ্ছে (১৭ এর পরের গুলো)। আরused harrier পাচ্ছি যা আবার প্রায় লাখ কিলো চলা। তাই সব কিছু বিবেচনা করে ২০২১ Brand New Proton X70 (Premium Version) নিয়ে নিলাম।
কারণ এতে ৫ বছরের বা দেড় লাখ কিলো ওয়ারেন্টি পাচ্ছি। প্যানারমিক সামরুফ,1500cc with turbo engine (AIT 25k), Premium Nappa Leather, Voice Command, Zero cabin noise ইত্যাদি বহু কিছুই আছে। খালি একটা জায়গায় ই কম্প্রোমাইজ করতে হয়েছে তা হল রিসেল ভ্যালু। যোগ করেন তিনি।
তিনি আরও লিখেন, যেটা অবশ্যই দেশের প্রেক্ষাপটে jdm এ বেটার। তবে ব্র্যান্ড নিউ গাড়ি যেহেতু নিচ্ছি মিনিমান ৭ বছর তো চালাবো। এর পর যা হয় দেখা যাবে। আর Proton এর চাইনিজ পার্টনার Geely যারা চায়নার বেশ বড় ব্রান্ড সাথে তারা কিছু বছর আগে Volvo কোম্পানিও কিনে নেয়। তাই এই X70 এর engine and gear box G volvo technologyও ইউজ হয়েছে। এমনটা বিভিন্ন মালায়শিয়ান ব্লগে দেখে আস্থাও বেড়ে যায়।