মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি গ্যারেজে আগুনে পুড়ে গেছে ৬টি গাড়ি। আগুনে দগ্ধ হয়েছেন গ্যারেজ মালিক শহিদুল ইসলাম। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে ।
১২ অক্টোবর আনুমানিক রাত ৩টার দিকে ফটিকছড়ি বাস স্টেশনের উত্তর পাশে রাজঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে । পুড়ে যাওয়া গাড়িগুলো হলো ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার, ৪ টি সিএনজি । আগুনের সূত্রপাত জানা যায়নি। দগ্ধ হওয়া শহিদুল ফটিকছড়ি পৌরসভাস্থ ১নং ওয়ার্ড বাদামতলের বাসিন্দা বলে জানা গেছে।
পাইন্দং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সরোয়ার আলম জানান,খবর পেয়ে মধ্যরাতে সেখানে ছুটে যায়। গ্যারেজের মালিক শহিদুল আগুন লাগার সময় গ্যারেজেই ছিল। হঠাৎ আগুনের সূত্রপাত দেখে সে প্রাইভেট কারটি বের করার চেষ্টা করে,তখনই তার শরীরের অনেকাংশ পুড়ে যায়।
এদিকে আগুনে নগদ টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় । ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা সে দ্রুত এসে ৪০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকার পড়ে যায় । এ বিষয়ে এখনো কোনো অভিযোগ বা মামলা হয়ন