অপরাধ চট্টগ্রাম

মিরসরাইয়ে স্বামী,স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে এক মুদি দোকানি এবং তার স্ত্রী ও এক ছেলেকে বাড়ির ভেতর কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় এলাকার ওই বাড়ি থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে বলে জোরারগঞ্জ থানার ওসি মো. নূর হোসেন মামুন জানান।

নিহতরা হলেন- স্থানীয় মুদি দোকানি মো. মোস্তফা সওদাগর (৫৬), তার স্ত্রী জোসনারা বেগম (৪৫) এবং তাদের ছেলে আহমদ হোসেন (২৫)।

ওসি মামুন জানান, ভোরে মোস্তফা সওদাগরের বড় ছেলে সাদ্দাম হোসেনের চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। সেখানে তিনজনের রক্তাক্ত লাশ দেখে তারা পুলিশে খবর দেন।

তিনি বলেন, তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ওই সময় বাড়িতে ছিলেন মোস্তফার বড় ছেলে সাদ্দাম ও তার স্ত্রী আইনুন নাহার। সাদ্দামের শরীরে রক্তের দাগ থাকলেও কোনো জখম ছিল না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

পারিবারিক সম্পত্তির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Related Posts