চট্টগ্রাম

শিশু একাডেমির উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমির উদ্যোগে গতকাল ১৮ অক্টোবর সোমবার সকাল ৭টায় পরীর পাহাড়স্থ জেলা প্রশাসক কার্যালয়ের শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. মাহমুদ উল্লাহ মারুফকে সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেন শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল আবছার ভূঁঞা। শিশু একাডেমির প্রশিক্ষক, কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশ বিরোধী ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।###

Related Posts