ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে গনসংযোগকালে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের উপর হামলার ঘটনা ঘটেছে । ৩১অক্টোবর সাড়ে ১২টার দিকে উপজেলার বিবিরহাটস্থ আন্ডা মার্কেট এর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- আহমদ রহিম(৫০), মো.নাজিম (৫০), মো.হেলাল (৪০), ওমর সানি(২০), মো.আফসার (৫০), মো.লোকমান (২০)। আহতরা নিকটতম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, রবিবার সাড়ে ১২ টার দিকে উপজেলার আন্ডা মাকের্টস্থ পশ্চিম পাশ্বে
স্বতন্ত্র প্রার্থী শহিদুল আজম সর্মথকদের নিয়ে মিছিলসহকারে গনসংযোগ করছিল। এসময়
মিছিলের উপর নৌকার প্রার্থীর কর্মীরা লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় উপরোক্ত ব্যক্তিদ্বয় আহত হয়।
স্বতন্ত্র প্রার্থী শহিদুল আজম জানান-নির্বাচনে পরাজিত হবার ভয়ে নৌকার প্রার্থী মো. শাহনেওয়াজ এর দলীয় লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমার সর্মথকদের উপর অরর্কিতভাবে হামলা চালায়। এতে ৭/৮ জন গুরুত্বর আহত হয় । একপর্যায়ে তারা ভয় ভীতি প্রদর্শন করে হুমকি দেয় যে, আর কোন এলাকায় গনসংযোগ করলে হামলা করবে।
এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো.শাহনেওয়াজ বিকেল সাড়ে ৪টার দিকে মুঠোফোন (01817776321) রিসিভ করে ঘন্টাখানিক পর কথা বলবে বলে আর ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদশর্ন করেছি । তখন প্রার্থী শহিদুল আজমকে আমরা সেখান থেকে পাঠিয়ে দিয়েছি। এখনো থানায় কোন অভিযোগ করেনি বলে তিনি জানান।