নিজস্ব প্রতিবেদক
নগরীর উত্তর কাট্টলী এলাকায় একটি বাসায় আগুন লেগে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক।
পুলিশ বলছে, পাইপের ছিদ্র থেকে ওই বাসায় গ্যাস জমেছিল; এর মধ্যে মশা মারার বৈদ্যুতিক ব্যাট চালু করতেই আগুন ধরে যায়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর কাট্টলী এলাকার কমিউনিটি সেন্টার মোড়ে মরিয়ম ভিলা নামের একটি ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে আকবর শাহ থানার ওসি জহির জানান।
অগ্নিদগ্ধরা হলেন- মাজেদা বেগম (৩৯), শাহজাহন শেখ (২৫), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪), স্বাধীন শেখ (১৭) ও দিলরুবা বেগম (১৮)। তারা একই পরিবারের সদস্য।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান রফিক আহম্মেদ বলেন, “দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজন। তাদের ৭ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে।”
ওসি জহির হোসেন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসায় গ্যাসের চুলায় লিকেজ ছিল। সেখান থেকে সম্ভবত গ্যাস জমেছিল ধরে। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট চালু করতেই সেখানে আগুন লেগে যায়। ওই পরিবারের ছয়জন তাতে দগ্ধ হন।”
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে।
এদিকে ভবন মালিকের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছপ।
দগ্ধ হওয়া সন্তানদের বাবা জামাল শেখ বাংলানিউজকে বলেন, আমি যখন রাতে ডিউটি শেষ করে বাসায় আসি তখন আমার পরিবারের সদস্যদের একটাই অভিযোগ। আব্বা গ্যাসের গন্ধ আসে।
আমি বিষয়টি ভবন মালিককে অবহিত করি। কিন্তু তারা কিছু হবে না বলে উড়িয়ে দেন।
তিনি বলেন, আমার ছেলেরাও ভবন মালিককে বেশ কয়েকবার এ বিষয়ে অবহিত করেন। কিন্তু আগের মতো জবাব দেন তিনি। একটু ব্যবস্থা নিলে আমার পরিবার বেঁচে যেত।