ইতিহাস চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম (৬৯) গত সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভূগছিলেন। তাঁর পিতার নাম মরহুম আবদুর রশীদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ ২ নভেম্বর ২০২১ ইংরেজি মঙ্গলবার বাদে জোহর আকবর শাহ থানাধীন শহীদ লেইনস্থ তিন রাস্তার মোড়ে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে আকবর শাহ থানার পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহ আলমকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন আকবর শাহ থানা ওসি জহির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাকের আহমদ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন ও মরহুমের ভাতিজা চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার মোঃ জাফর আলমসহ অন্যান্যরা। এরপর সেখানকার পাঞ্জাবী লেইনস্থ কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহ আলম। ।
শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন ও মরহুমের ভাতিজা চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার মোঃ জাফর আলম। ###

Related Posts