চট্টগ্রাম সংগঠন খবর

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতুকে হাসপাতালে দেখতে গেলেন মোজাফফর

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরীর অধীন বন্দর থানা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতু গুরুতর অসুস্থ হয়ে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারী ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২ নভেম্বর ২০২১ ইংরেজি মঙ্গলবার দুপুরে অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতুর চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, অসুস্থ বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী, মেয়ে ডা. কামরুল মনি রিভন ও ডা. ইশরাত মনি। এদিকে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম জতুর দ্রæত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। ###

Related Posts