আন্তর্জাতিক আরব আমিরাত

দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের শাস্তি দাবি আল আইন প্রবাসীদের

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইনে প্রবাসী সনাতনদের সার্বজনীন দুর্গোৎসব এর পূর্ণমিলনী এবং এক প্রতিবাদ সভা গত ৩০ অক্টোবর শনিবার সুপারস্টার রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়। আল আইন সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আয়োজনে এতে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটে কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, আল আইন লোকনাথ সেবাশ্রমের ভক্তবৃন্দ, আল আইন প্রবাসী মরুতীর্থ গীতা সংঘের ভক্তবৃন্দ, আল আইন সৎসঙ্গের ভক্তবৃন্দ, মারখানিয়া গীতা সংঘের ভক্তবৃন্দ, আল আইন ইসকন মন্দিরের ভক্তবৃন্দ ও আল আইন লোকনাথ মন্দির ভক্তবৃন্দ। বক্তারা বলেন আমরা মুক্তিযুদ্ধের সময় জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে অংশগ্রহণ করি। সবার রক্তের বিনিময়ে এসেছে আমাদের অসাম্প্রদায়িক এই বাংলাদেশ। বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নিয়মিত নির্যাতন, লুটপাটসহ নিয়মিত চালিয়ে যাচ্ছেন কুচক্রী মহল। এত বড় ঘটনা ঘটে গেল সরকারও কোনো কর্ণপাত করেননি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা কখনো চাইনা আমরা আমাদের অধিকার নিয়ে এদেশে বাঁচতে চাই। আমরা বাংলাদেশের ভারত যাব কেন এদেশে আমাদের টাকার অধিকার অবশ্যই রয়েছে। যাদের কারণে ঘটে যাওয়া বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন তাদের নেপথ্যে কারা ছিলেন তাদেরকে জনসম্মুখে এনে ফাঁসি দাবি করেন। ধর্ম যার যার দেশ সবার। সবাইকে সমঅধিকার দিয়ে বাংলাদেশের হিন্দুদের জন্য সুরক্ষা আইন পাশ দিতে হবে। কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর নির্যাতনের সরকারের নিকট ক্ষতিপূরণের দাবি জানান। অনুষ্ঠানের শেষে বিশ্ববাসী মঙ্গলকামনায় হরে কৃষ্ণ নাম নিয়ে প্রার্থনা করা হয়।( সনজিত কুমার শীল আমিরাত প্রতিনিধি 00971556552306)

Related Posts