নাজিরহাট কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীর ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। ২০০১ সালের এই দিন ভোরে নগরীর জামালখানস্থ বাসভবনে ঘুম থেকে ডেকে তুলে মাথায অস্ত্র ঠেকিয়ে তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খুনিদের সকলেই জামায়াত শিবিরের ক্যাডার। এ নৃশংস হত্যাকান্ডের ঘটনায় তাঁর স্ত্রী রেলওয়ের সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মোট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। দ্রæত বিচার ট্রাইব্যুনাল আসামী শিবির ক্যাডার গিট্টু নাসির, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্ট্যা আলমগীরের ফাঁসির আদেশ দেন। পরবর্তীতে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যান। আসামি মহিউদ্দিন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান ও সাইফুল ওরফে ছোট সাইফুলসহ ৪ জনের যাবজ্জীবন কারাদÐের আদেশ দেন আদালত। উচ্চ আদালত থেকে আসামী শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল থাকে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
এদিকে অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত রোসাংগিরি বালিকা উচ্চ বিদ্যালয়, গোপাল মুহুরী স্মৃতি সংসদ, কাকলি সংঘ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ###