সীতাকুণ্ড শঙ্করমঠের শতবর্ষপূতি উপলক্ষে আয়োজিত ৮ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর অংশ হিসেবে তৃতীয় দিন আজ বৃহস্পতিবার অখÐ গীতাপাঠের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন, শতকণ্ঠে গীতাপাঠ, শ্রীশ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও প্রমথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন শতবর্ষ উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. গণেশ রায়। অনুষ্ঠানে আলোচক ছিলেন বাগীশিক’র প্রধান উপদেষ্টা এডভোকেট তপন দাশ, বিশিষ্ট দানবীর লায়ন অদুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, মঠের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক বাসুদেব দাশ, সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল। স্বাগত বক্তব্য রাখেন শঙ্করমঠ গীতা প্রচার সংঘ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদ কলায়ন দিলীপ কুমার শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মঠের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল। অনুষ্ঠানে শ্রীশ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশ সঙ্গীত শিল্পী অমিত সেন গুপ্ত। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে গুরু পূজা, অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চÐী ও বেদপাঠ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. গণেশ রায় বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে নানা অপকর্ম থেকে বিরত রাখে। সত্যিকার অর্থে নিষ্কাম কর্ম এবং অন্ধাকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।###