বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বোয়ালখালী উপজেলা শাখার উপদেষ্টা ও প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীলকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্ট তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি পলাশ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন শ্রীবাস বিশ্বাস, সৈকত শীল, সুমন দে, জুয়েল, তমাল বিশ্বাস, এডভোকেট স্বরুপ রায়, চম্পক চক্রবর্তী, শ্রীচরন বিশ্বাস, টিকলু সরকার,বাবুল দাশ, বাসু দাশ, বাবলু দাশ, মিঠুন দাশ, সুব্রত চৌধুরী, অপু শীল, বিপ্লব শীল ও জিকু দে প্রমূখ।