চট্টগ্রাম সংগঠন খবর

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সম্পাদক মান্নানের সংবর্ধনা

বিভিন্ন পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে চট্টগ্রাম থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দের এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৮ নভেম্বর শনিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছলে সর্বস্তরের পণ্য পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ নুরুল আবছার, সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক ও সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির সোহেলকেও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সেলিম খান ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের নেতৃত্বে কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, চট্টগ্রাম আন্তঃজেলা (রাঃ খাঃ রাঃ) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস ও সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুরের নেতৃত্বে কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, কাজির দেউরী মিনিট্রাক-সিএনজি অটোটেম্পু মালিক সমিতির সভাপতি ফেরদৌস জামান মুকুলের নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ, বায়েজিদ ট্রাক মালিক সমিতির নেতা ও ফেডারেশনের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইউছুপসহ চট্টগ্রামের সকল পণ্য পরিবহন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দগণ সংবর্ধিত অতিথিবৃন্দকে মূহুর্মূহু শ্লোগানের মাধ্যমে ফুল দিয়ে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন
জ্ঞাপন করেন। এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান সর্বাবস্থায় পণ্য পরিবহন মালিক-শ্রমিকের পাশে থেকে একসাথে কাজ করার আশ্বাস প্রদান করেন ও সরকারি বিধি নিষেধ মেনে সুশৃঙ্খলভাবে পণ্য পরিবহন করে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।###

Related Posts