চট্টগ্রাম রাজনীতি

নগরে ফটিকছড়ি বিএনপির দুগ্রুপে সংঘর্ষ,আহত ২০

 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এতে ২০ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র  নাসিমন ভবনে এ ঘটনা ঘটে।
আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর গ্রুপকে বাদ দিয়ে ওই কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার সমর্থকরা প্রতিনিধি সম্মেলন করছিল।
এনিয়ে সরওয়ার আলমগীর সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে তাদের বাদ দেয়ার কারণ জিজ্ঞাসা করলে প্রথমে দু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চেয়ার মারামারি ও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ২০ জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে।
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার আলমগীর বলেন,আমাদের কর্মীদের বাদ দিয়ে কর্মী সম্মেলন করছিল তারা। সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চাইলে তারা আমাদের কর্মীদের উপর হামলা চালায়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন,  ফটিকছড়ি উপজেলা বিএনপি’র দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়েছে  শুনেছি।

 

Related Posts