চট্টগ্রাম

প্রবাসীর স্ত্রী শিলু রানী শীলের পরলোকগমন

 

রাউজান উপজেলার উত্তর গুজরা নিবাসী সংযুক্ত আরব-আমিরাতের আবুধাবী প্রবাসী কৃষ্ণ কুমার শীলের স্ত্রী শিলু রানী শীল (৪৭) গতকাল ২২ ডিসেম্বর ব্ধুবার ভোর রাত সাড়ে ৪টা ২৭ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি লিভার সিরোসিস ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন। মৃত্যুকালে স্বামী, ১ পুত্র ১ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন শিলু। আজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমড়ার হাজীবাড়ি শীল পাড়াস্থ পৈত্রিক শ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। প্রয়াত শিলু রানী শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য সাংবাদিক রনজিত কুমার শীলের ছোট মামী। ###

Related Posts