নিজস্ব প্রতিবেদক
বন্দরটিলা কসাই গলিটি সন্ত্রাসীদের আঁখড়ায় পরিণত হয়েছে। সেখানে মাদক ব্যবসা,চাঁদাবাজি,অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্ম চলে আসছে। সেখানে একটি অফিসও করেছে চক্রটি। আজ রবিবারও এক যবককে ডেকে নিয়ে টাকা আদায় করছিল চক্রটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। যুবলীগ নেতা নামধারী মিন্টু নামে এক যুবকের নেতৃত্বে এ অপকর্ম বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, কসাই গলিতে নিত্যই অপরাধ কর্মকাণ্ড ঘটছে। সেখানে একটি অফিস করে দুর্বৃত্তরা সেটিকে অপকর্মের আস্তানা হিসেবে ব্যবহার করছে। ওই অফিসে বসে চলে মাদক ব্যবসা। লোকজনকে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করছে। মিন্টুর নেতৃত্বে রয়েছে ২০/১২ জনের একটি চক্র।
রবিবার সকালে তারা এক যুবককে ধরে অফিসে নিয়ে যায়। তাকে মারধর করা হয়। খবর পেয়ে ইপিজেড থানার এসআই সুজনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গেলে যুবকটিকে নিয়ে তারা পালিয়ে যায়।
এসআই সুজন জানান,একটি চক্র ওই এলাকায় নিত্য নানা অপরাধ করে যাচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।