সনজিত কুমার শীল
আমিরাতে ব্যবসা-প্রতিষ্ঠান করে সফলতা এনেছেন অনেক প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে আরব আমিরাতে প্রথম থেকে চট্টগ্রামের প্রবাসীরা নানা ব্যবসার সাথে জড়িত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া ১০ নাম্বারে ফাস্ট সিগন্যাল থেকে বাম দিকে গেলে প্রথম ডান পাশে আরেকটু সামনে গেলে নিউ কর্নার হার্ডওয়ারের পরে বাংলাদেশি প্রতিষ্ঠান কোয়ালিটি হার্ডওয়ার নামে গত ৩১ শে ডিসেম্বর ২০২১ ইং শুক্রবার এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সম্পূর্ণ নতুন আঙ্গিকে কোয়ালিটি হার্ডওয়্যারের ফিতা কেটে উদ্বোধন করেন ব্যবসায়ী মোহাম্মদ আমিন বাট ও হামিদ আমিন বাট । উদ্বোধনীতে ফিতা কাটার সময় উপস্থিত ছিলেন কোয়ালিটি হার্ডওয়্যার এর কর্ণধার মোহাম্মদ রাশেদ উদ্দিন। প্রতিষ্ঠান উদ্বোধনকালে ব্যবসায়ীরা বলেন বর্তমান সারা বিশ্বের যে পরিস্থিতি সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। প্রবাসীদের বাড়তি বিমান ভাড়া নিয়ে সরকারের কাছে সিন্ডিকেট বন্ধ করার দাবি জানান। বাংলাদেশের এয়ারপোর্ট এর হয়রানি বন্ধ করা সহ প্রবাসীদের হেনস্তা না করার জন্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি দাবি জানান। এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ইকবাল, আব্দুল হাকিম, টিপু সুলতান, এস,এম জাবের, মিঠু, আমির হামজা, ওসমান, রিয়াদ,সাবের, রাকিব সহ আরো অনেকে। খতমে কোরআন ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেরুজ্জামান। পরে ব্যবসার প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় জন্য বিশেষ মোনাজাত করা হয়।(সনজিত কুমার শীল আমিরাত প্রতিনিধি 00971556552306)
মুসাফফা সানাইয়া ১০ নম্বরে কোয়ালিটি হার্ডওয়ারের উদ্বোধন
