আন্তর্জাতিক আরব আমিরাত

শারজা পার্থসারথি গীতা সংঘের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সনজিত কুমার শীল

সনাতনী ঐক্য ও বিশ্বশান্তি কামনায় প্রবাসী পার্থ সারথি গীতা সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহোৎসব অনুষ্ঠান গত ২৮/০১/২০২২ ইংরেজি শুক্রবার “প্রবাসী পার্থ সারথি গীতা সংঘ” মন্দিরে অনুষ্ঠিত হয়। আশীষ সেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনের অহংকার, বিশিষ্ট দানবীর অদুল কান্তি চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ্বরানন্দ পুরী ঋষি মহারাজ। পৌরহিত প্রদীপ ভট্টাচার্য,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্থ সারথির প্রদীপ সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি তপন সরকার। সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, সুনীল শীল, শিমুল দাশগুপ্ত, প্রসেনজিৎ কুমার শীল, রুপম দাস, প্রকাশ চক্রবর্তী, কেশব সাহা, উজ্জ্বল দাস। উক্ত মহতী অনুষ্ঠানে গীতা পাঠ করেন সুমন দেবনাথ। মাতৃ ভজন করেন সজল কান্তি দে, রামকৃষ্ণ প্রাননাথ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে
প্রভাতি মংগল আরতি, গুরুস্তুতি,গুরুপূজা,ও আরতি, মাংগলিক শংখধ্বনি,বৃন্দা দেবীর আরতি ও কীর্তন, গুরু বন্দনা ও আসর কীর্তন, নৃসিংহ দেবের আরতি ও কীর্তন, ভোগ আরতি,শ্রীমদ্ভাগবদ গীতাপাঠ,আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন,ধর্মীয় আনন্দ ধারায় সুরালেখ্য ভজন,ইউএই র বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের ধর্মীয় আলোচনা ও মহা নামসংকীর্ত এবং বিশ্ববাসীর শান্তি কামনায় সম্মিলিত সমাপনী কীর্তনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Posts