আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে প্রথমবারের মতো মাটির প্রতিমা দিয়ে সরস্বতী পূজা উদযাপন

সনজিত কুমার শীল, আমিরাত থেকে–
গত  শনিবার সংযুক্ত আমিরাতের রাজধানী আবুধাবি শিল্পনগরী মুসাফফা প্রবাসী সনাতনীদের উদ্যোগে সানিয়া ১২ নম্বরে প্রথমবারের মতো মাটির তৈরি প্রতিমা দিয়ে বিদ্যারদেবী শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়। অনেক জল্পনা কল্পনার মধ্যে চার দিনের সময় আমিরাতে অবস্থানরত ভিজিট ভিসায় আসা চট্টগ্রামের বাঁশখালীর মৃৎশিল্পী রিগ্যান দেবের হাতে তৈরি সরস্বতী প্রতিমা। হাতের তৈরি সরস্বতী প্রতিমা দেখে দূরদূরান্ত থেকে ভিড় জমায়। অনুষ্ঠানে গীতা পাঠ, শিশুদের হাতে খড়ি, যগ্য, পুষ্পাঞ্জলি, মায়ের আরাধনা, ভোগ আরতি সহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রবাসী সনাতনীরা দুই দিন ধরে প্রমোদ পালের ওয়ার্কশপে সাজসজ্জায় নিয়োজিত ছিলেন। কার্তিক চক্রবর্তী ও মিলন ধরের নেতৃত্বে সঞ্জিত কুমার শীলের সঞ্চালনায় এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কানু লাল দাস, প্রদীপ দত্ত, প্রসেনজিৎ কুমার শীল, পুলক চৌধুরী, পূর্ণ চন্দ্র বণিক, অপু দাস, সঞ্জয় শীল, অনুপম ধর, রুপন দাস, রঞ্জিত দেব, বিধান বিশ্বাস, প্রকৌশলী নিমাই সরকার, প্রকৌশলী সৌরভ বিশ্বাস, লিটন মল্লিক, তিলক তালুকদার, পরাতন দাস, মিলন বাবু, সাগর শীল, দিলীপ দাস, মনোতোষ শীল, রাখাল শীল, সজল চৌধুরী, গোবিন্দ দেবনাথ, ইঞ্জিনিয়ার সঞ্জয় পাল সহ আরো অনেকে। গত ৬ ফেব্রুয়ারি রোববার প্রতিমা বিসর্জনের মাধ্যমে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ###

Related Posts