চট্টগ্রাম

নবাগত বিভাগীয় কমিশনারের সাথে ট্রাক-কাভার্ডভ্যান মালিক গ্রুপের মতবিনিময়

 

চট্টগ্রাম বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিনের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন জেলা ট্রাক-কাভার্ডভ্যান এন্ড মিনিট্রাক মালিক গ্রæপ বাকলিয়া-কোতোয়ালি উপ-কমিটির নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার, মোঃ মিলন, মোজাম্মেল হোসেন, এনামুল হক, বেলাল হোসেন, জিলানি সোহেল, মোঃ ইব্রাহিম ও নারায়ণ চৌধুরীসহ সিনিয়র নেতৃবৃন্দগণ।
নবাগত বিভাগীয় কমিশনার বলেন, আমদানি রপ্তানিসহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করে পণ্য পরিবহন সেক্টর দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। তাই পণ্য পরিবহনের গুরুত্ব অনস্বীকার্য। সরকার পণ্য পরিবহনের ক্ষেত্রে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল নবাগত বিভাগীয় কমিশনারের আন্তরিকতাপূর্ণ বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ###

Related Posts