আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে শ্রী শ্রী রামঠাকুরের ১৬২তম শুভ আবির্ভাব উৎসব পালন

সনজিত কুমার শীল।।

সংযুক্ত আরব আমিরাতের আল আইন সবুজ শহরে গত কাল ১১ ই ফেব্রুয়ারি ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল মৃদুমধুর ভাষিনি শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬২ তম আবির্ভাব উৎসব, আল আইন মরুতীর্থ গীতা সংঘের উদ্যোগে আয়োজিত উক্ত মহতী অনুষ্ঠানে উপাসনা, গীতা পাঠ, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের। ঋষি জগদীশ্বরানন্দ পুরি মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন আবুধাবি মুসাফফা প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ থেকে আগত শ্রী প্রমোদ পাল, প্রবাসী গীতা সংঘ ও কৃষ্ণ মন্দির, রাস আল খাইমা হতে আগত শ্রী শিবলু দাশ,আবুধাবি সনাতনী গীতা সংঘের সভাপতি শ্রী কানু লাল দাস, আবুধাবির মুসাফফা প্রবাসী সনাতনী কার্তিক চক্রবর্তী সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, অপু দাস,, প্রদীপ দত্ত, বলরাম বাবু , প্রসেনজিৎ শীল, আল আইন সৎসঙ্গ শিবু বাবু, আল আইন লোকনাথ সেবাশ্রম মিহির শর্মা,
মরুতীর্থ মন্দিরের সকল ভক্তের সঞ্চালনায় উক্ত মহতী অনুষ্ঠানে ভক্তিগীতি, নাম প্রণাম এবং বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
পরিশেষে সকল ভক্তের জন্য প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Related Posts