চট্টগ্রাম বিনোদন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসন্ত বরণ ও পিঠা উৎসব

 

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ছোট্ট পরিসরে বসন্ত বরণ ও পিঠা উৎসব আজ ১৪ ফেব্রæয়ারি সোমবার বিকেল ৪টায় হাসপাতালের ছাদে উদযাপন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মচারীরা হরেক রকমের পিঠাপুলি ও মিষ্টি জাতীয় খাবার তৈরীর মাধ্যমে ঋতুরাজ বসন্ত পালন করেছে। এসময় আমন্ত্রিত অতিথি ও উৎসবে আগতদের নানান ধরণের পিঠা ও মিষ্টি জাতীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বসন্ত বরণ পিঠা উৎসবে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শাখাওয়াত উল্লাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. অজয় দে, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুমি দাশসহ অন্যান্য চিকিৎসক-নার্স ও কর্মচারীবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ###

Related Posts