অপরাধ চট্টগ্রাম

শিক্ষা উপমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |

ইফতিয়াজ সাঈদ সর্দার মাদকসহ ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার জামিন বিষয়ে তার পূর্ব পরিচিত শিহাব নামের এক লোকের সাথে কথা বলেন ইফতিয়াজের স্ত্রী তাসলিমা সাখাওয়াত। শিহাব টাকার বিনিময়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করে জামিন করিয়ে দিবে বলে তাকে আশ্বস্তও করেন।

শিহাবের কথা বিশ্বাস করে তিনি একপর্যায়ে তার হাতে তুলে দেন নগদ ২ লাখ টাকা। বিধি-বাম, স্বামীর জামিন বিষয়ে কোনো অগ্রগতি নেই। বরং শিহাব তাকে আজ, কাল বলে সময়ক্ষেপণ করছেন।

এক পর্যায়ে প্রতারণার শিকার হয়েছেন তা বুঝতে পেরে তাসলিমা সাখাওয়াত সোমবার (৪ জানুয়ারী) নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি এলাকায়।

এদিকে ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই সোমবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে এ কাজে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। উদ্ধার করা হয় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ২ লাখ টাকার মধ্য থেকে ১ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেপ্তার হওয়া দুই প্রতারক হলেন, ফটিকছড়ির মো. তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে মো. শিহাব উদ্দিন উদ্দিন সিদ্দিকী প্রকাশ রিহান সিহাব (২৬) ও কুমিল্লার মুরাদনগর এলাকার মৃত মঈন উদ্দিন আহমদের ছেলে মো. সোলায়মান (৪১)। এরমধ্যে সোলায়মান গোল্ডেন ইন হোটেলের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার।

অন্যদিকে ভুক্তভোগী তাসলিমা সাখাওয়াত বেসরকারি সাউথ ইস্ট ব্যাংকের জুবিলী রোড শাখার সিনিয়র অফিসার ও নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে আত্মসাৎ করা বাকী টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ প্রতারক গ্যাংয়ের অন্য সদস্যের বিষয়েও জানা যাবে।’

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর কোতোয়ালীর বিআরটিসি এলাকার হোটেল গোল্ডেন ইনে গিয়ে তাসলিমা সাখাওয়াত গ্রেপ্তার দুজনের হাতে ২ লাখ টাকা তুলে দেন। মূলত স্বামীকে কারাগার থেকে মুক্ত করতেই এ টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু তারা তাকে কোনোভাবে সহযোগিতা না করে উল্টো প্রতারণার মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করেন। আত্মসাতের এ কাজে তারা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করেন। পরে বাদি মন্ত্রীর এপিএসের সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েই মামলা দায়ের করেন।

Related Posts