চট্টগ্রাম লিড নিউজ সিটি কর্পোরেশন

বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে নতুন প্রজন্ম ইতিহাসের পাঠ নিতে পারবে : রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, একটি আধুনিক নগরীর নান্দনিকতা বাড়াতে দেশের বিখ্যাত ব্যক্তির ভাস্কর্য রাখাটা কোনো গর্হিত কাজ নয়। পৃথিবীর দেশে দেশে জ্ঞানী-গুণী ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাস্কর্যও রাখার প্রচালন রয়েছে। তাই চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে বঙ্গবন্ধুর আরো কিছু ভাস্কর্য স্থাপন করা হলে নতুন প্রজন্ম সেখান থেকে ইতিহাসের পাঠ নিতে পারবে।

তিনি সোমবার বিকালে নগরীর হালিশহর এলাকায় হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়াতে হবে। ধর্মীয় উস্কানিদাতারা জানে যে, জীবিত বাঙালির চেয়ে মৃত বাঙালির শক্তি অনেক বেশি। তাই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু, ডা. আরশেদুল আমীন, আওয়ামী লীগ সমর্থিত উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবেদ মনসুর চৌধুরী প্রমুখ।

Related Posts