নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সার্কিট হাউস লাগোয়া জিয়া স্মৃতি জাদুঘরের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। প্রায় ১৪ বছর আগে অর্ধ কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।
এ ভাস্কর্য রক্ষাসহ জিয়া স্মৃতি জাদুঘরে গত ১৪ বছরে অন্তত ৩০ কোটি টাকা ব্যয় করেছে সরকার। জানা যায়, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর স্বামী জিয়াউর রহমানের নামে এ ভাস্কর্যটি স্থাপন করে নতুন আঙ্গিকে ‘জিয়া স্মৃতি জাদুঘর’-এর সংস্কার কাজের উদ্বোধন করেন।
জাতীয় জাদুঘরের উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এ জাদুঘরের জন্য চলতি অর্থবছরেই বরাদ্দ ছিল ২ কোটি ৪ লাখ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ৫ লাখ। সে হিসাবে গত ১৪ বছরে প্রায় ৩০ কোটি টাকা এ ভাস্কর্যসহ জাদুঘরের পেছনে ব্যয় করেছে সরকার।