সিনিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার এক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়।
কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগে যে কোনো সিদ্ধান্ত দলীয় সভানেত্রী নিতে পারবেন।
শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নন। দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।’
গতকাল রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন মন্ত্রী।