বোয়ালখালী প্রতিনিধি।
বোয়ালখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সবুজ চক্রবর্ত্তী (৪৮) নামের এক ঔষধ ব্যবসায়ী আহত হয়েছে। এ ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। সুমন নামের অপরজন পালিয়েছে বলে জানান আটককৃতরা।
বুধবার (৬ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় উপজেলার আরকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুভাষ চক্রবর্ত্তী (৪৮) সারোয়াতলী ইউনিয়নের কনজুরী ব্রাক্ষণপাড়ার কালীপদ চক্রবর্ত্তীর ছেলে।
আটককৃতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরার নেছার চেয়ারম্যানের বাড়ীর মো. আলী আকবরের ছেলে মো. হৃদয় (১৮),বাশঁখালী পৌরসভার দক্ষিণ আসকরিয়া পুরাতন বাজার এলঅকার রশিদ আহমদের ছেলে সিএনজি চালক মো. আক্কাস(২২) ও বাশঁখালী সরল ইউনিয়নের আনন্দ পাড়া পূর্ব কাহারঘোনা দরবেশ আলীর বাড়ীর নুর আহমদের ছেলে মো. আরিফ (২৩)।
আহত ঔষধ ব্যবসায়ী সবুজ চক্রবর্ত্তী জানান পাচরিয়া তপোবন আশ্রমের ধর্মসভা শেষে সিএনজি টেক্সীযোগে বাড়ী ফেরার পথে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
বোয়ালখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কান্তি মজুমদার জানান গুরুতর আহত সবুজ চক্রবর্ত্তীকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।