নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। আর এই মন্দাভাব থেকে বেরিয়ে আসতে দেশের ব্যবসায়ীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতে ধীরে ধীরে সচল হচ্ছে আমাদের দেশের অর্থনীতির চাকা বলেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।
সোমবার (৭ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে পিবিএম গ্রুপের চেয়ারম্যান মো. ফরিদুল আলম এবং হাউড্রো নিউমেটিক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ কান্তি দে’র মতবিনিময়কালে প্রেস ক্লাব সভাপতি এই অভিমত ব্যক্ত করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। অতিথির মধ্যে বক্তব্য রাখেন পি বি এম গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মো. ফরিদুল আলম এবং হাইড্রো নিউমেটিক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ কান্তি দে।
যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ।
অতিথির বক্তব্যে পি বি এম গ্রুপের চেয়ারম্যান মো. ফরিদুল আলম বলেন, সাংবাদিকরা বরাবরই দেশের নানা ক্রান্তিকালে এগিয়ে আসেন। করোনাকালের কথা উল্লেখ করে তিনি বলেন, লকডাউনের সময় আমরা সাধারণ মানুষ যখন ঘরে বন্দী ছিলাম, ওই সময় সাংবাদিক বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীর কাছে দেশের সঠিক চিত্র তুলে ধরেছেন।
হাইড্রো নিউমেটিক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ কান্তি দে বলেছেন, ব্যবসা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে লেখনির মাধ্যমে সাংবাদিকরা ব্যবসা বাণিজ্যের খবরা-খবর ছড়াও জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি আগামীতেও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে দুই অতিথিকে ফুল দিয়ে বরণ করার পর সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। মতবিনিময় সভায় ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম, স ম ইব্রাহীম, ক্লাবের প্রবীণ সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, জেড এম এনায়েত উল্লাহ, জামালুদ্দীন ইউছুফ, এস এম আতিকুর রহমান, তমাল চৌধুরী, ইসকান্দর আলী চৌধুরী, জাহিদুল করিম কচি, দেবপ্রসাদ দাস দেবু, পংকজ দস্তিদার, সিরাজুল করিম মানিক, মাহবুবুর রহমান, সুভাষ কারণ, সাইফুদ্দিন মো. খালেদ, তাপস বড়ুয়া রুমু, মুস্তফা নঈম, নিরূপম দাশগুপ্ত, প্রদীপ নন্দী, রনজিত কুমার দে, বিপুল বড়ুয়া, গোলাম সরওয়ার, শিশির বড়ুয়া, সান্টু কুমার দাশ, মোহাম্মদ ফারুক, ফারুক তাহের, মান্নান মেহেদি, সাইদুল আজাদ, যীশু রায় চৌধুরী, শিব্বির আহমদ রাশেদ, কামাল উদ্দিন খোকন, অনিন্দ্য টিটো, রবি শংকর চক্রবর্তীসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।