চট্টগ্রাম তথ্যপ্রযুক্তি

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সাড়ম্বরে আয়োজিত হয় বিজ্ঞান মেলা-২০২৩। বিজ্ঞান মেলা-২০২৩ উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের  সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএনএম মনজুরুল হক মজুমদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল। বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ.এইচ রাশেদুল হোসেন,  তড়িৎ ইলেকট্রনিক্স এণ্ড কমিউনিকেশন প্রকৌশল বাংলাদেশ মিলিটারি একাডেমী-এর ইঞ্জিনিয়ার প্রভাষক আসিফ নুর জামি, চট্টগ্রাম বিশ্ববিদালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহানা রুমঝুম ভুঁইয়া। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ-পিএসসি, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধানশিক্ষক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের শিক্ষকসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ এর পাশাপাশি গানার্স ইংলিশ স্কুল, নেভি এঙ্কোরেজ স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, পি.এইচ আমীন ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় এর ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট নিয়ে এই উৎসবে যোগ দান করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে অধ্যক্ষ তাঁর বক্তব্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারের সাথে পরিচিত হওয়া ও নিজেদের বিজ্ঞানমনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করনে। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি এধরনের সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts