সিনিউজ ডেস্ক:
দেশে করোনার টিকা ক্রয় ও বিতরণে অনিয়ম ঠেকাতে সরকারের সব সংস্থা তদারকি করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার একনেকে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, “ভ্যাকসিন ক্রয় ও বিতরণে অনিয়ম ঠেকাতে সরকারের সব সংস্থা তদারকি করবে।” করোনার টিকার দাম নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে দুই ডলার।”
এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে করোনা টিকা ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে ৫ হাজার ৬৫৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২০ সালের এপ্রিলে অনুমোদন পাওয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।