চট্টগ্রাম

প্রথমে কথা কাটাকাটি, পরে বন্ধুকে খুন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে।

রোববার দিবাগত রাতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে খুন করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মাহাবুব নামে এক যুবক খুন হয়েছে। স্থানীয় বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মাহাবুবকে ছুরিকাঘাত করে খুন করা করা হয়।

Related Posts