সিনিউজ ডেস্ক:
টেকনাফের খারাংখালিতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে খারাংখালির বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় তারা। এ সময় বেড়িবাঁধ থেকে কিছু দূরে এক ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে আসতে দেখা যায়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে ওই ব্যক্তি মিয়ানমারের দিকে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে ওই ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা যায়নি।