অপরাধ

দুর্বৃত্তের হামলায় আহত দুই সাংবাদিক

সিনিউজ ডেস্ক:

বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন একটি সময় টিভির প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অনন্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১টার দিকে জেলার সদর উপজেলার দশটিকা গ্রামে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, বগুড়া সদরের দশটিকায় গুচ্ছ গ্রামের নিম্নমানের কাজ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য সময় টিভির রিপোর্টার ও চিত্র সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাজেদ জানান, বুধবার দুপুরে তিনি ক্যামেরাপার্সন রবিউল ইসলামকে নিয়ে সদর উপজেলার দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করার সময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও সহযোগীরা হামলা চালায়। তারা ক্যামেরা ভাংচুর করে কেড়ে নেয়, মোবাইল ও অনন্য সরঞ্জাম ছিনিয়ে নেয়। পরে তাদের আটকে রেখে বাটাম দিয়ে বেদম প্রহার করে। এসময় সাংবাদিক ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আহত অবস্থায় দুই সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।

Related Posts