আন্তর্জাতিক আরব আমিরাত ব্যবসা

আবুধাবির মোছাফ্ফা সাবিয়া ১২ নং হামদান জোমান ইলেকট্রিক্যাল এন্ড সেনিটারী ট্রেডিংয়ের যাত্রা শুরু

 

সনজিত কুমার শীল।
সংযুক্ত আরব আমিরাত আবুধাবীর মোহাম্মদ বিন যায়েদ সিটি সাবিয়া ১২ নাম্বার বেনিয়াছ সুপার মার্কেট ও মিলিনিয়াম সুপার মার্কেটের মাঝামাঝি যৌথ মালিকানাধীন বাংলাদেশী প্রতিষ্ঠান হামদান জোমান ইলেকট্রিক্যাল সেনেটারী ট্রেডিংয়ের যাত্রা শুরু করেছে। গতকাল উক্ত প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আবছার ও মোহাম্মদ শফিউল বশর। উক্ত প্রতিষ্ঠান শুভ উদ্বোধনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহমদ উল্লাহ, মোহাম্মদ জাবেদ, নাজিম উদ্দিন, মোহাম্মদ মাসুদ রানা রনি, হারুন বাদশা, মোহাম্মদ মঞ্জু, আবুল মনসুর, লিয়াকত আলী, মোহাম্মদ আরমান, মোহাম্মদ নাজিম উদ্দিন সহ আরো অনেকে। উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন বর্তমানে আমিরাতে বাংলাদেশী পুরুষের ভিসা ভিসা বন্ধ থাকার কারণে ব্যবসা-বাণিজ্য করতে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা। এই প্রতিষ্ঠানে বাংলাদেশি সহ অন্যান্য দেশের প্রবাসীরা সুলভ মূল্যে মালামাল কিনতে পারবেন। বাংলাদেশি ভিসা বন্ধ থাকার কারণে ইন্ডিয়া, পাকিস্তান সহ অন্যান্য দেশের কর্মচারীদের দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে। বাংলাদেশি ভিসা বন্ধের কারণে শ্রমিকদের রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। যদি বাংলাদেশী শ্রমিকদের ভিসা চালু থাকতো তাহলে এই রেমিটেন্স পাঠিয়ে সরকারের হাত জোরদার করতে পারতো। এই প্রতিষ্ঠানে হাউস ওয়ারিং এবং সেনেটারির সকল মালামাল অন্যান্য মার্কেট থেকে সূলভ মূল্যে পাওয়া যাবে বলে আশ্বাস দিয়ে বক্তব্য দেন দোকানের মালিক কর্তৃপক্ষ। মোছাফ্ফা সানাইয়া এবং বানিয়াছ এলাকায় যারা টিকাধারি কাজ করেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে মালিকেরা বলেন আমাদের প্রতিষ্ঠানে সব সময় আপনাদের জন্য সর্বনিম্ন দামে মালামাল নিতে পারবেন। আমিরাতে বন্ধ থাকা ভিসা খুলে দেওয়ার জন্য দুই দেশের সরকারের কূটনীতিক বৈঠকের মাধ্যমে নিরসন করার জন্য দাবি জানান। পরে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও মানব কল্যাণে শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts