অপরাধ

নারীর মাথা বিহীন লাশ উদ্ধার

সিনিউজ ডেস্ক:

ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে মস্তক বিহীন অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি নির্জন স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কায়সার জানান, নিরিবিলি এলাকার একটি নির্জন স্থানে ওই নারীর মাথা বিহীন দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই একদিন দিন আগে হত্যার পর ওই নারীর মৃতদেহ নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Related Posts