সিনিউজ ডেস্ক:
ওয়াজের নামে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সারোয়ার।
রোববার সকালে র্যাব সদর দপ্তরের সাংবাদিকদের সাথে আলোচনায় এ কথা জানান তিনি।
জঙ্গিবাদ বিষয়ে তোফায়েল মোস্তাফা সারোয়ার বলেন, ‘জঙ্গিবাদে জড়িয়ে পড়া ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিদের নিয়ে প্রথমবারের মতো বিশেষ সেল গঠন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে সমাজের মূলস্রোতে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করবে র্যাব।”
করোনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।