চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলায় আগত বিভিন্ন পণ্য বিক্রেতা ও দর্শর্নাথীদের মাঝে বিনামূল্যে হামদর্দের রুহ্ আফজা শরবত বিতরণ করা হয়েছে। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর. চীফ মোতোয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার নির্দেশনায় প্রচন্ড তাপদাহে বলি খেলা ও বৈশাখী মেলায় আগতদের সুস্থ ও সতেজ রাখতে আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে হামদর্দ আন্দরকিল্লা শাখার উদ্যোগে প্রায় ৭ হাজার মানুষের মাঝে রুহ্ আফজা শরবত বিতরণ করা হয়। তীব্র গরমের মধ্যে পানির পিপাসা মেঠাতে বরফ মিশ্রিত ঠান্ডা পানি, লেবুর রস ও চিনির সাথে রুহ্ আফজা দিয়ে শরবত তৈরী করে বিতরণকালে মানুষের উপচে পড়া ভীড় জমে। শরবত বিতরণকালে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন, আন্দরকিল্লা শাখার ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার আবদুল মান্নান ও ভারপ্রাপ্ত বিআইসি মোঃ ফখরুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় আগত দর্শনার্থীরা জানান, প্রচন্ড গরমের মধ্যে স্বস্তি পেতে হলে রুহ্ আফজা শরবতের বিকল্প নেই। শরবতটি খুবই সুসাধু ও ঠান্ডা হওয়ায় পানির পিপাসা মিটেছে।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন জানান, ৮টি ফল ও ৮টি হার্বসের নির্যাসে তৈরী রুহ্ আফজা দেহের পানি স্বল্পতা দূর করে। দেহের ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফিরিয়ে আনে রুহ্ আফজা। এছাড়া হিটস্ট্রোক (গরমে মুর্ছা যাওয়া) প্রতিরোধ করে রুহ্ আফজা শরবত। ##