নিউমার্কেট মো
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে তৃষ্ণার্ত, শ্রমজীবি ও সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে হামদর্দের রুহ্ আফজা শরবত বিতরণ করা হয়েছে। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চিফ মোতোয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার নির্দেশনায় হিটস্ট্রোক থেকে মানুষকে রক্ষাসহ সুস্থ ও সতেজ রাখতে চলমান প্রচন্ড তাপদাহ ও হিট অ্যালার্টে হামদর্দ নিউমার্কেট শাখার উদ্যোগে বিনামূল্যে রুহ্ আফজা শরবত পান করানো হয়। তীব্র গরমের মধ্যে পানির পিপাসা মেঠাতে বরফ মিশ্রিত ঠান্ডা পানি ও লেবুর রসের সাথে রুহ্ আফজা দিয়ে শরবত তৈরী করে বিতরণকালে মানুষের উপচে পড়া ভীড় জমে। পথচারীরা রুহ্ আফজা শরবত পান করে ঈস্খঢ়হু রোদ্রের মাঝে হাত তোলে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপনসহ হামদর্দের সাফল্য কামনা করেন। শরবত বিতরণকালে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন, আগ্রাবাদ এরিয়ার ভারপ্রাপ্ত ম্যানেজার মাহবুবুর রহমান ও হামদর্দ আগ্রাবাদ শাখার বিআইসি আতাউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন জানান, ৮টি ফল ও ৮টি হার্বসের নির্যাসে তৈরী রুহ্ আফজা হিটস্ট্রোক থেকে রক্ষাসহ দেহের পানি স্বল্পতা দূর করে। দেহের ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফিরিয়ে আনে রুহ্ আফজা। এছাড়া হিটস্ট্রোক (গরমে মুর্ছা যাওয়া) প্রতিরোধ করে রুহ্ আফজা শরবত। ##