আইন আদালত চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে ৩ মাদকসেবী গ্রেফতার ঃ বিভিন্ন মেয়াদে কারাদন্ড

 

চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নম্বর গেইট, রেল স্টেশন ও আশপাশের এলাকায় গাঁজা ব্যবসায়ী, ড্যান্ডী (গাম) ও অন্যান্য মাদকসেবীদেও বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গাঁজা ও গাম সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা প্রশাসন। গ্রেফতারতাদের কাছ থেকে গাঁজা ও ড্যান্ডী (গাম) উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ রুবেল (২২), মোঃ জহিরুল ইসলাম (৩৬) ও মোঃ সুমন (৩০)। তাদেরকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসানের নেতৃত্বে আজ ১১ মে শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহানগর কার্যালয়ের প্রতিনিধি দল ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, অভিযানকালে সেবনরত অবস্থায় রুবেলের কাছ থেকে ১৫-১৮ গ্রাম গাঁজা, জহিরুল ইসলামের কাছ থেকে আনুমানিক ২-৩ গ্রাম গাঁজা, মোঃ সুমনের কাছ থেকে ১০-১২ গ্রামম ড্যান্ডি (গাম) উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত মাদকসেবীরা মোবাইল কোর্টের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮ অনুযায়ী, রুবেলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা অর্থদন্ড, মোঃ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২’শ টাকা অর্থদন্ড এবং মোহাম্মদ জহিরুল ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অর্থদন্ড তাৎক্ষনিক আদায়পূর্বক আসামীদেরকে কারা পরোয়ানামূলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় এবং উদ্ধারকৃত মাদকসমূহ ঘটনাস্থলেই প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।##

Related Posts