ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের দাবিতে ১৭ নং বাকলিয়া সরকারি স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বাকলিয়া সরকারি স্কুলের সাবেক শিক্ষার্থী,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় বাকলিয়া সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন। এসময় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড়ের তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো: ফোরকান উদ্দীন, তাহসীর আলভী
শ্রাবণ পাউল
মাহাতাব উদ্দিন
সাদমান শরিফি
রাফি হক
মইনুদ্দিন সোহান
চৌধুরী মিরাজ
মোহাম্মদ ফুয়াদ
আহনাফ
মোহাম্মদ মাহি
রিফাত
আলভি
শিক্ষার্থীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন জিন্দাবাদ – ইহুদিবাদ নিপাত যাক, বয়কট ইসরায়েল, ফিলিস্তিনে হামলা কেন আমেরিকা জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড নিয়ে প্রতিবাদ দেখা যায় শিক্ষার্থীদের।
অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
এ ব্যাপারে ওয়াহিদুর রহমান সুজন আরও বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোাভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছি। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সহ সকল শেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।