প্রেস বিজ্ঞপ্তি
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নগরীর লেডিস ক্লাবে আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এস এ ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক ডক্টর নূর হোসেন, জিএম সাইদুর রহমান মিন্টু, প্রিন্সিপাল আরিফুল ইসলাম, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী, এ্যানেল,সাবেক ছাত্রনেতা রফিকুল আলম সাজ্জি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থার মধ্যদিয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। ফিলিস্তিনের শিশুদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেছেন, শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।
আল- হামিম ইনস্টিটিউট নগরের বুকে অল্প সময়ে যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখতে হবে।
সভাপতিির বক্তব্যে এসএ ফ্যামিলির চেয়ারম্যান মুহাম্মাদ শাহ আলম বলেছেন,
মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা আদর্শ নাগরিক তৈরি করার আন্দোলন শুরু করেছি সৃজনশীল শিক্ষার মাধ্যমে। ব্যবসা নয় বিবেকের দায়বদ্ধতা থেকেই এই প্রতিষ্ঠান তৈরি করেছি।
আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা থাকলে আগামীতে আমরা আরো নতুন প্রতিষ্ঠান করার উদ্যোগ নেব।
জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন।