প্রতিবেদক |
কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দুই মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই সময়ের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২ ডিসেম্বর (বুধবার) অবৈধ স্থাপনা উচ্ছেদ মামলার নির্ধারিত দিন ছিল। সেদিন বন্দর কর্তৃপক্ষ সময়ের আবেদন করলে আদালত আদালত ৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য্য করেন।
রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরশেদ জানান, দু’দিন শুনানির পর আদালত শেষবারের মতো বন্দর কর্তৃপক্ষকে image দুই মাসের সময় বেঁধে দিয়েছে। এই দুই মাসের মধ্যেই বন্দর কর্তৃপক্ষকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। নইলে বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে গিয়ে জবাবদিহি করতে হবে।
প্রসঙ্গত, ২০১০ সালে কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখল সংক্রান্ত মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করেন আইনজীবী মনজিল মোরশেদ। রিটের প্রেক্ষিতে আদালত অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেন।
আদেশের পর অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের অভিযান চলে। অভিযানে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় প্রায় ১০ একর ভূমি।