সিনিউজ ডেস্ক:
মুজিবর্ষ উদযাপন উপলক্ষে ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-পিএবি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সূত্রা চাকমা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে ভার্চুয়াল এই চিত্রাংকন প্রতিযোগিতায় সূত্রা চাকমা ‘বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ তার নিপুণ তুলিতে এঁকে প্রথম স্থান অধিকার করেন।
গত ২৪ ডিসেম্বর ঢাকার জিপিওতে অবস্থিত ডাক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূত্রা চাকমা প্রথম স্থান অধিকারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সূত্রা চাকমার এমন অনন্য অর্জনে গর্বিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিবার।
উদীয়মান এই চিত্র শিল্পীকে তার অসাধরণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামাল উদ্দিন ভূইয়া (অব.), মাইলস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কে.জি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম এবং মাইলস্টোন কলেজের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।
উদীয়মান এই চিত্রশিল্পীকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, মাইলস্টোন সবসময়ই শ্রেণি শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুকুমারবৃত্তিকে উৎসাহিত করে। একজন শিক্ষার্থী ও শিল্পী হিসেবে সূত্র চাকমা আমাদের গর্ব। সে তার অনন্য অর্জনের মাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে গর্বিত করেছে। আমরা তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি।