আদালত প্রতিবেদক:
আয়কর ফাঁকির মামলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী।
বুধবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী মাছুমা খাতুনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা মামলার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারেনি বলে সাক্ষ্য মুলতবির আবেদন করেন।
শুনানি শেষে আগামী ১১ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
এদিন সকালে কারাগার থেকে সাঈদীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগ ২০১১ সালের ১৯ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে এনবিআর মামলাটি করে।