সিডিএ

ভেঙ্গে ফেলার নির্দেশ: আগ্রাবাদে ১০ তলা ভবন রাতারাতি ১৪ তলায় পরিণত!

বিশেষ প্রতিনিধি:

 ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ভেঙ্গে ফেলা হবে নগরীর আগ্রাবাদ মোগলটুলি এলাকার আলোচিত সেই ১৪ তলা ভবনের অবৈধ অংশ। সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ গেলো ৫ অক্টোবর এই রায় দেন।

যেখানে সিডিএ থেকে ১০ তলার অনুমোদন নিয়ে অবৈধ ও বেআইনিভাবে ১৪ তলা করে ‘সামার এয়াকুব টাওয়ার’ নামে ভবনটি নির্মান করছে সামার হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের নামক একটি প্রতিষ্ঠান। তাই আদালতে জাল জালিয়াতির অভিযোগে সামার হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ জানে আলমকে ১০ লক্ষ টাকা জরিমানাসহ ফৌজদারী কার্যবিধি অনুযায়ী শাস্তির নির্দেশ দেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কে নির্দেশ দেন ভবনের অবৈধ অংশটি ভেঙ্গে ফেলার।

মুলত ২০১৬ সালের ৩১ মে ১০ তলা ভবন নির্মাণের জন্য অনুমোদন দেয় সিডিএ’র অথরাইজড বিভাগ (স্মারক নম্বর-৫৩৪/০২/২০১৫-২০১৬)। একই তারিখ এবং স্মারক নম্বরে একটি ‘জাল’অনুমোদন পত্র তৈরি করে সেখানে ১৪ তলার অনুমতি রয়েছে বলে দাবি করে নির্মাণ কাজ শুরু করে দেয় ডেভেলপার কোম্পানি সামার হোল্ডিং প্রাইভেট লিমিটেড।
আসল নির্মাণ অনুমোদন পত্র

যেখানে দশ তলা ভবনটির অধিকাংশ ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে অনেক আগে।এরমধ্যে নকশা বহির্ভূতভাবে নির্মিত এগারো থেকে তেরো তলার বেশ কয়েকটি ফ্ল্যাটও বিক্রি করেছে তারা।

এরপর ভবনের অবৈধ অংশটি ভেঙ্গে ফেলতে আদালতে মামলা করে সিডিএ। কিন্তু উচ্চ আদালতে আপিল করে ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক মোঃ জানে আলম। পরে উচ্চ আদালত তার এই আপিল খারিজ করে দেন।

Related Posts