ধর্ম রাজনীতি

আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই: আমির হোসেন আমু

সিনিউজ ডেস্ক:

বাংলা‌দেশ আওয়ামী লী‌গের উপ‌দেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমরা ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নই। ধর্মকে আমরা রাজনী‌তির হা‌তিয়ার হিসেবে ব্যবহার ক‌রি‌নি, করতে চাই না।

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলার মোল্লারহাট ইউ‌নিয়নে বজলুর র‌শিদ জামে মস‌জিদের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, ’৭১ সালে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু গর্ব করে বলে‌ছিলেন, আমাদের দেশ সবচেয়ে সংখ্যাগ‌রিষ্ঠ মুস‌লিম দেশ। তি‌নি ইসলা‌মিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ মুস‌লিম ধর্মাবলম্বী‌দের জন্য অনেক মস‌জিদ-মাদরাসা প্রতিষ্ঠা করে গেছেন। তি‌নি ইসলামের পৃষ্ঠ‌পোষকতা করলেও ধর্ম নিয়ে রাজনী‌তি করেন‌নি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাও ধর্ম নি‌য়ে রাজনী‌তি করেন‌ না। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামকে ব্যবহার করে রাজনী‌তি বা জঙ্গি কার্যক্রম চালায় তারা ইসলাম তথা মুসলমানের শত্রু।

তোফাজ্জেল হোসেন মা‌নিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং ব‌ডির সভাপ‌তি সাংবা‌দিক আকতার ফারুক শা‌হিনের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরো বক্তব্য রা‌খেন, মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ম‌জিবর রহমান মাস্টার, চেয়ারম্যান ক‌বির হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম, তোফাজ্জেল হো‌সেন মা‌নিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ব‌শিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টু প্রমুখ।

বি‌শিষ্ট সমাজ‌সেবক ও শিক্ষানুরাগী বজলুর র‌শিদ হাওলাদার তার জীবনদশায় বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠা‌নের পাশাপা‌শি দ‌রিদ্র মানু‌ষের জন্য ক্লি‌নিক প্রতিষ্ঠা করেন। গত ৫ জানুয়ারি ছি‌লো তার তৃতীয় মৃত্যুবা‌র্ষিকী।

Related Posts