সিনিউজ ডেস্ক:
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-যুবদলের ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৬ জানুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের ডিভিশন বেঞ্চ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নেতাকর্মীদের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি জানান, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৭৮ জন ৩৬টি জামিন আবেদন করেছেন। সেসব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, যুবদলের দুই সহ-সভাপতিসহ এসব নেতাকর্মীর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন।
এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল।